উল্লাপাড়াসিরাজগঞ্জ

এ্যাড. মারুফ বিন হাবীবের মৃত্যু বার্ষিকী পালিত

উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,পৌর মেয়র ও রাজনীতিবিদ অ্যাড.মারুফ বিন হাবীবের ৩য় মৃত্যু বার্ষিকী তিনটি পৃথক স্থানে গত বৃহস্পতিবার নানা আয়োজনে পালিত হয়।

এই দিনে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংঠন মরহুমের কবর জিয়ারত,দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ কোরআন খানি, দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় আলোকপাত করেন আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, মোনিরুজ্জামান পান্ন ও আরিফ বিন হাবিব।

অপরদিকে পৌর শহরের কাওয়াক তেঁতুলতলা মোড়ে অ্যাড, মারুফ বিন হাবিব এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে দিনটি পালন করেন। এ অনুষ্ঠানে দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় আলোকপাত করেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েতুল আহমেদ এলান,নবী নেওয়াজ খান বীনু ও ইউপি চেয়ারম্যান প্রকৌশালী শওকাত ওসমান।

অপরদিকে মরহুম অ্যাড. মারুফ বিন হাবিবের পরিবারের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উল্লাপাড়ার রহমত আলী দারুল উলুম মাদ্রাসায় কোরআন খানি দোয়া মাহফিল ও আলোচনা এবং এতিমদের খাবার আয়োজন করেন। এ দোয়া মাহফিল অনুষ্ঠানে মরহুমের ছোট ভাই আরিফ বিন হাবিব দেশের সকল মানুষের নিকট দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button