খেলা

মালয়েশিয়ার জালে সিরাজগন্জের আঁখির জোড়া গোল

রাংকিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়াকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করল ডিফেন্ডার সিরাজগন্জের আঁখি খাতুন। শুধু গোলই নয়, ম্যাচজুড়েই আলো ছড়িয়েছেন সিরাজগঞ্জের এই মেয়ে। ম্যাচের মধ্যমণি হয়ে ছিলেন আঁখি। তার এমন পারফরম্যান্সে প্রতিপক্ষ দলের অধিনায়ক’ও হয়ত মুগ্ধ হয়েছেন।

দলের ২৩ ফুটবলারের মধ্যে উচ্চতায় সবচেয়ে বড় আঁখি খাতুন। তার উচ্চতার সুযোগ কাজে লাগাতে অনুশীলনের সেট পিসে তাকে নিয়ে বেশি কাজ করেছেন গোলাম রব্বানী ছোটন। অনুশীলনের সেই টোটকা ম্যাচে কাজে লাগিয়েছেন আঁখি। ম্যাচ শেষে সংবাদকর্মীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

জোড়া গোল করেছেন, কেমন অনুভূতি হচ্ছে- এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বরাবরের মতোই খানিকটা লজ্জাবতী হয়ে গেলেন আঁখি। তারপর বললেন, ‘২০১৭ সালে এই দলের কাছে হেরেছিলাম, কঠোর পরিশ্রম করেছি, তাই আজ জিতলাম। পার্থক্য হচ্ছে, ওরা করোনার মধ্যে অনুশীলন করেনি, কিন্তু আমরা করেছি। গোল করতে পেরে ভালো লাগছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button