জাতীয়

কুড়িগ্রামে এনডিপি’র মাশরুম চাষ ও বীজ উৎপাদনের প্রশিক্ষণ

এনডিপি প্রতিনিধি : জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) সারাদেশে প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় বাস্তবায়ন করছে বিল্ডিং রেজিলিয়েন্স টু এ্যচিভ জিড়ো হাঙ্গার নামক প্রকল্প কার্যক্রম

বিশ্ব খাদ্য কর্মসূচি’র (ডব্লিউএফপি) আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত এ প্রকল্পের কাজের অংশ হিসেবে ২৫ থেকে ২৭ আগস্ট এনডিপি উলিপুর জেলার রাণীগঞ্জ ইউনিয়নে তিনদিন ব্যাপি মাশরুম চাষ ও বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও মাশরুম বিশেষজ্ঞ ডা. আক্তার জাহান কাকন। সহযোগী প্রশিক্ষকের ভূমিকা পালন করেন ব্রাজ প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. আবদুস ছালাম সরকার।

তিনদিনের প্রশিক্ষণে প্রত্যন্ত অঞ্চলে মাশরুম চাষ, বীজ উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানের এর শুভ উদ্বোধন ঘোষনা করেন, রাণীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. মন্জুরুল ইসলাম মনঞ্জু। তিনি বক্তব্যে এ রকম প্রশিক্ষণ আয়োজন করার জন্য প্রকল্পের এনডিপির কর্মকর্তাদের ্ধন্যবাদসহ দাতা সংস্থাকেও অভিনন্দন জানান। এসময় তিনি এই প্রশিক্ষণ নিয়ে অংশগ্রহনকারীগণ যেন, মাশরুম ব্যবসাকে পুজি করে আত্ননিভরর্শীল হতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মাসুজ্জামান পল, উপপরিচালক(এমঅ্যান্ডই), এনডিপি। বিশ^ খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এর রংপুর প্রতিধি সাদেক আলী, প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর কামরুল আহসানসহ অন্যান্য কর্মকর্তাগন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারীদের মধ্যে সনদ বিতরণ করেন প্রশিক্ষক ডা. আক্তার জাহান কাকন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button