১৯ ডিসেম্বর, রোববার, বিকাল ৩ টায় জেলা প্রশাসক জনাব মো. অলিউর রহমান সভাপতিত্বে গাইবান্ধা জেলার এনজিও সমন্বয় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সকল এনজিওর প্রতিনিধিগণ। সমন্বয় সভা পরিচালনা করেন সুশান্ত কুমার মাহাতো অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
সমন্বয় সভায় এনডিপির গাইবান্ধা জেলার চলমান সকল কার্যক্রম সংক্রান্ত তথ্য বহুল পাওয়ার পয়েন্ট পেজেন্টেশন প্রদান করেন এনডিপির উপ-ব্যবস্থাপক রাসেল মাহমুদ সরকার। পেজেন্টেশন শেষে উন্মুক্ত আলোচনায় অংশ নেন জেলা প্রশিক্ষণ অফিসার ড.মুহ. রেজাউল ইসলাম, এসকেএস এর পরিচালক, মাইক্রোফাইন্যান্স মো. ইমরান কবীর, সহকারী পরিচালক, ঋন সহায়তা কর্মসূচি এনডিপি মো. সাইফুল ইসলাম. এসকেএস এর সমন্বয়কারী -পিআরএন্ডএন আশরাফুল আলম, এনডিপির মোকামতলা এরিয়ার ব্যবস্থাপক মো. আলম খান প্রমুখ।
সভার সমাপনী আলোচনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো বলেন, দেশের গ্রামীন অর্থনীতিতে এনজিও অনেক ভুমিকা পালন করছে। গাইবান্ধা জেলার মোট ১৪৬ টি চর রয়েছে সেই সকল চরে শিক্ষা, স্বাস্থ সহ অনান্য উন্নয়ন মুলক কার্যক্রম পরিচালনার জন্য পরামর্শ দেন। জেলার দুর্যোগ ব্যবস্থাপনার জন্য এনজিওদের কাছে ম্যাপ ডিজাইন এবং তা জেলা প্রশাসকের নিকট জমা দেয়ার পাশাপাশি এর জন্য প্রান্তিক লেভেলে কাজ করার জন্য পর্রামশ দেন। এছাড়াও কাজের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন এবং সেই পরিবর্তনের ছাপ দৃশ্যমান হয় সেলক্ষ্যে কাজ করার জন্য পরামর্শ দেন। আগামী ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসক আয়োজিত বিভিন্ন কর্মসূচী সভায় উপস্থিত ব্যক্তিদের অবগত করেন। অনুষ্ঠামালায় গাইবান্ধা জেলা শহরে কর্মরত এনজিও প্রতিনিধিদের উপস্থিত হওয়ার আহ্বান করেন।