সিরাজগঞ্জ

কবি মিনার মনসুর এর নির্বাচিত গ্রন্থ নিয়ে পাঠক ভাবনার আয়োজন করল মাহবুবুল হক পাঠাগার

প্রতিদিন প্রতিবেদক : সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারের উদ্যোগে বেসরকারি পাঠাগারের ধারাবাহিক অভিন্ন বইপাঠ কর্মসূচি-২০২২ এর পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সন্ধ্যায় পাঠাগার কক্ষে আয়োজিত ধারাবাহিক পাঠ প্রতিক্রিয়া শেষে অনুষ্ঠিত হয় পাঠক ভাবনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর এর নির্বাচিত তিনটি গ্রন্থ থেকে বিভাগ অনুসারে নির্দ্ধারিত পাঠক ভাবনায় অংশ নেন পাঠাগার এর নিদ্ধারিত সদস্যগন। পাঠক-ভাবনায় কবি মিনার মনসুর এর ‘এক অনন্য পিতা পুত্রির গল্প ’ পাঠে নির্বাচিত হন ক গ্রুপের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইসফার রহমান খান, খ বিভাগ থেকে ‘মুক্তিযুদ্ধের উপেক্ষিত বীর যোদ্ধারা’ গ্রন্থ পাঠক হিসেবে নির্বাচিত হন ৯ম শ্রেণির শিক্ষার্থী প্রারাম্ভা কাফি ও  গ গ্রুপে ‘নির্বাচিত কবিতা’ কবিতার গ্রন্থ পাঠে আশিক আহমেদ শ্রেষ্ঠ হিসাবে নির্বাচিত হন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার প্রতিষ্ঠার স্বল্প সময়ে পাঠ অভ্যাস গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যে, এই পাঠাগার জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে শত পাঠাগারে পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই কার্যক্রম অংশ নিয়ে প্রশংসা অর্জন করে।

পাঠাগার এর সভাপতি দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক বলেন, একটি অসাম্প্রদায়িক সংস্কৃতির বাংলাদেশ নির্মানে উপযুক্ত নাগরিক গড়ে তোলাই এ  পাঠাগার এর লক্ষ্য। এলক্ষ্যেই আগামিতে যুক্তিবান ও বিজ্ঞানভিত্তিক চেতনার নাগরিক গড়ে তোলার প্রত্যয় নিয়ে বই পাঠে উদ্বুদ্ধ করতে কাজ করছে এই পাঠাগার। এসময় তিনি জানান আগামি ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সামনে পাঠাগার এর উদ্যোগে সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, সবুজকানন স্কুল অ্যান্ড কলেজ ও জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের ৯ম ও ১০ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে- ‘ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button