সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মাহবুব পাঠাগারে বই রিভিউ সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ে প্রেসক্লাব এর দোতলায় অবস্থিত বীরমুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারে গত রোববার (১০ সেপ্টেম্বর), সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হলো মাসিক বই রিভিউ সভা। বই রিভিউ সভায় পঠিত বইয়ের ওপর নিজ নিজ অর্জিত ধারণা উপস্থাপন করেন পাঠকগন।

পাঠাগার এর সভাপতি ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই রিভিউ সভায় গত আগস্ট মাসে পাঠক সদস্যগত পঠিত বইয়ের ওপর নিজ নিজ অর্জিন ধারণা উপস্থাপন করেন। উপস্থাপন শেষে উপস্থিত পাঠকসদস্যদের প্রত্যেকেই একটি করে কলম উপহার দেওয়া হয়। পাঠক সদস্যদের বই পাঠে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে প্রতি মাসে মাহবুবুল হক পাঠাগার এই বই রিভিউ সভার আয়োজন করে থাকে। অংশগ্রহণকারীদের কোনো মাসে বই, কোনো মাসে ইরেজার অথবা কলম উপহার দেওয়া হয়।

গতকালকের সভায় পঠিত বইয়ের ওপর নিজ নিজ অর্জিত ধারণা উপস্থাপন করেন ২১ জন পাঠক সদস্য।

এবিষয়ে পাঠাগার সভাপতি ইসমাইল হোসেন জানান, বই রিভিউ সভার অনুষ্ঠান ও অংশগ্রহণেরর মধ্যদিয়ে একদিকে যেমন বই পাঠে উৎসাহ সৃষ্টি হয় অন্যদিকে তরুন ও যুবক সদস্যদের উপস্থাপনার জড়তা মুক্তি ঘটে। এছাড়াও পঠিত বই সম্পর্কে অন্য পাঠকগন অবগত হয়ে ওই বই পাঠে উৎসাহিত হন। তিনি জানান, বই পাঠ শেষে প্রত্যেক পাঠককে পঠিত বইয়ের ওপর একটি করে লিখিত বই রিভিউ দাখিল করতে হয়। পরে আয়োজিত অনুষ্ঠানে অর্জিত ধারণা লিখিত রিভিউ না দেখে উপস্থাপন করতে হয়। শেষে অংশগ্রহণকারী সবাইকে উপহার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button