উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, সকাল ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের চালা বাজার মানক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় একটি দ্রুতগামী ট্রাক ব্যাটারি চালিত অটোভ্যানকে চাপা দিলে দুর্ঘটনা স্থলে মা ও শিশু ছেলের মৃত্যু ঘটে। নিহত করুনা খাতুন (২৫) উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চালা গ্রামের খলিলের স্ত্রী ও তাঁর শিশু ছেলে তারিকুল ইসলাম (৩) বছর। দুর্ঘটনায় ভ্যানে থাকা ২ জন গুরুতর আহত হয়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে। এবং ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা সহ ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক।