বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের উদ্যোগে রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী ও বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিশুবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১৫ ফেব্রুয়ারি, বুধবার উভয় বিদ্যালয়ে সভা কক্ষে অনুষ্ঠিত মা সমাবেশ ও শিশুবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম।
গভায় সভাপতিত্ব করেন পাঙ্গাসী কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি এবং পাঙ্গাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রাক্ প্রাথমিক শ্রেণিতে ভর্তি হওয়া ৯২ জন ছাত্রছাত্রীকে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক বরণ করে নেওয়া হয়। বরণকৃত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকগণ আনন্দ উল্লাসের মাধ্যমে অনুষ্ঠানের অংশগ্রহন করেন। অনুষ্ঠানে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রূপের সদস্য, এসএমসি, পিটিএ, স্যাক ও স্লিপ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।