সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় মিনি ম্যারাথন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ‘নিয়মিত হাঁটুন-সুস্থ্য থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হাবিব এ মিল্লাত মুন্না এমপি। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি, বিকেল ৩ টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপান থেকে প্রযোগিতার দৌড় শুরু হয়ে শহরের হার্ড পয়েন্টে এসে শেষ হয়। এতে ঢাকা, সিলেট, বগুড়া, নাটোর, পাবনাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রতিযোগীরা অংশ গ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে বিকেল ৫ টায় হার্ড পয়েন্ট এক মঞ্চে ১৫ দৌড়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিব এ মিল্লাত মুন্না।

এসময় তিনি বলেন, “নিয়মিত হাঁটুন-সুস্থ্য থাকুন” প্রতিটি মানুষের জীবন ধরনে খেলাধুলার বিকল্প আর কিছুই নেই। বিশ্ব ভালোবাসা দিবসে সকল শ্রেণীর মানুষদের মাঝে ভালোবাসা ভাগাভাগি করে বরণ করে নিতেই উৎসব মুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতি বছর এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এই ম্যারাথন প্রতিযোগিতায় সিরাজগঞ্জ জেলা রোভার স্কাউটস এর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন বলে তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম, সিভিল সার্জন ডা. রামপদ রায়, সিরাজগঞ্জ পওর বিভাগ, বাপাউবো নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার কাজি সলিমুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ডা. জহুরুল হক রাজা।

ম্যারাথনে গত ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১ হাজার প্রতিযোগি রেজিষ্ট্রেশন করেন। দৌড়ে পাঁচ শতাধিক প্রতিযোগি অংশ গ্রহন করেন। মিনি ম্যারাথনে দৌড়ে প্রথম পুরস্কার বিশ হাজার মূল্যেমানের প্রাইজবন্ড পান মো. আল আমিন, দ্বিতীয় পুরষ্কার ১৫ হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড পান পাবনার আটঘরিয়ার ইমরান হোসেন, তৃতীয় পুরষ্কার পান ১৩ হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড পান সাখাওয়াত হোসেনসহ ১৫ জনের মাঝে ১ লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হয়। পুরষ্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button