সিরাজগঞ্জ প্রতিনিধি: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জ এর উদ্যোগে আগামী ১৪ ফেব্রুয়ারী-২০২৩ মঙ্গলবার শহরে ৩য় মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে।
নিয়মিত ব্যায়াম করি, সুস্থ-সবল জাতি গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় এস এস রোডস্থ হার্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জ শাখার এক সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ (সদর ও কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না বলেন, হৃদরোগ প্রতিরোধ করার জন্য জনসচেতনতা গড়ে তোলার জন্য গত দু বছর যাবত হার্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জ শাখার পক্ষ থেকে মিনি ম্যারাথন এর আয়োজন করা হচ্ছে। কিন্তু করোনা ভাইরাসের সময় আমরা তিন বছর এটি আয়োজন করতে পারি নাই। করোনা চলে যাওয়ার পর আমরা আয়োজন করছি।
এটার কারণ হচ্ছে মানুষের হার্ট যেনো ভালো এবং সুস্থ রাখার জন্য। আপনারা জানেন, কেউ যদি পাঁচ দিন এক্সারসাইজ করে, যদি পরিমিত খাবার খায়। তাহলে হার্ট ডিজিজ থেকে শুরু করে অন্যান্য রোগ ব্যাধি কমে আসবে। কিন্তু যদি আমরা বসে ,শুয়ে থাকি, চর্বিযুক্ত খাবার খাই, মসলা যুক্ত খাবার, চিনি বেশি করে খাই। তাহলে আমাদের শরীলে ধীরে ধীরে বিভিন্ন রোগবালাই এতে ভর করবে। মিনি ম্যারাথনে যারা অংশ গ্রহণ করবে তাদের দেখে হাজার হাজার মানুষ উৎসাহিত হবে।
আমরা আশা করছি কমপক্ষে ১২’শ মানুষ এই মিনি ম্যারাথন অংশগ্রহণ করবে। মিনি ম্যারাথনটি শহরে মুক্তির সোপান থেকে এস এস রোড হয়ে ইলিয়ট ব্রীজ দিয়ে ইবি সড়ক হয়ে কালিবাড়ী সড়ক হয়ে যমুনা পাড়ের সড়ক দিয়ে হার্ড পয়েন্ট গিয়ে মিনি ম্যারাথন স্বাস্থ্য দৌড় শেষ হবে।
আগামী ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।এখানে সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানানো হবে। মিনি ম্যারাথনকে সফল করা জন্য। কেউ হয়তো অংশ গ্রহণ করবে, কেউ হয়তো সার্পোট দিবে। হার্ট ফাউন্ডেশন পক্ষে থেকে শুধু এ ধরনের উদ্যােগ নয়। অতীতে যেমন আমরা বিভিন্ন ধরনের মানুষকে সচেতন করার জন্য স্বাস্থ্য বিষয়ক উপর আলোচনা, সেমিনার আয়োজন করেছি। ভবিষ্যৎতে চলমান থাকবে। হার্ট ফাউন্ডেশন চিকিৎসার জন্য ডাক্তার বসে এবং টেস্ট করার ব্যবস্থা আছে। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাঁচ লক্ষ টাকার বিনিময়ে দশ কোটি টাকার সম্পদ দিয়েছে পৌর এলাকার মিরপুরে। খুব দ্রুত সেখানে চিকিৎসা কার্যক্রম চালু হবে।
সভা সঞ্চালনা করেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ( ভারপ্রাপ্ত ) সাধারণ সম্পাদক ডা. জহুরুল হক রাজা।
আলোচনা সভায় অ্যাড. রজব আলী সরকার, ডা. নিত্য রঞ্জন পাল, সৈয়দ হাসানুজ্জামান শিবলী, ডা. মো. আকরামুজ্জামান, দুলালী রানী সাহা, ডা. মো. জাহিদুল ইসলাম হীরা, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন ফারুক, ডা. আমিনুল ইসলাম, জেলা পরিষদের সদস্য একরামুল হক, ছাত্র লীগের সভাপতি আহসান হাবীব খোকা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩য় মিনি ম্যারাথন-২০২৩ (মুক্তির সোপান হতে হার্ড পয়েন্ট) আগামী ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হবে। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
রেজিস্ট্রেশন তারিখ ২৬ জানুয়ারি হতে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা হতে দুপুর ২ টা এবং বিকাল ৪ টা হতে রাত ৮ টা পর্যন্ত। রেজিস্ট্রেশনের স্থান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কার্যালয়, এস.এস. রোড, সিরাজগঞ্জ। অনলাইন রেজিস্ট্রেশন লিংক: http://www.shasthoshurokkha.org/marathon রেজিস্ট্রেশন ফি : ২০০/- যোগাযোগ: ০২৫৮৮৮৩০৩৩০।