সিরাজগঞ্জ পৌরএলাকার মিরপুর দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা অসহায় দরিদ্র রিক্সা চালক মো. আব্দুল আলীম (৪০) এবং তার পরিবারকে একটি বাংলা ঘর নির্মাণ করে দেওয়া সহ চিকিৎসা খরচের জন্য ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সড়ক দূর্ঘটনা শিকার হওয়া অসুস্থ অসহায় দরিদ্র মো. আব্দুল আলীম দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঘরে তার পরিবারের ৭ জন সদস্য নিয়ে বসবাস করে কষ্টে মানবেতর জীবন যাপন করে আসছিলেন। আর এই খবর শুনে পরিবারটির খোঁজ খবর ও তথ্য নিয়ে “হাউজ অফ মান্নান চ্যারেটিবল ট্রাস্ট সিরাজগঞ্জ” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা নার্গিস মান্নান। বর্তমান পরিচালক ড. গালীব মান্নান আমেরিকা প্রবাসী এর সাথে যোগাযোগ করে “প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন”, শাহজাদপুর সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক শাহাবাজ খাঁন সানির সার্বিক তত্ত্বাবধানে -আপন নিবাস -৪৫ নং ঘর অসহায় দরিদ্র অসুস্থ মোঃ আব্দুল আলীম এর পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয় ।