সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়নে ০১ নং আগুরিয়া পল্লী সমাজের নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে মিলন মেলা অনুষ্ঠিত হয়। গত ৩১, অক্টোবর, সোমবার, সকালে আয়োজিত মেলায় আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যের চেয়ার খেলা, বালিশ খেলা, ঝুড়িতে বল নিক্ষেপ, সম্পদ রক্ষা।
এছাড়াও কুইজ প্রতিযোগিতা, সুখী পরিবার নির্বাচন এবং বাল্য বিয়ে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শনী। শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
প্রাচীন গ্রাম বাংলার ঐতিহ্য খেলা আমাদেরকে খুব বেশি মনে করে দেয়। এবং এই মিলন মেলার মাধ্যমে পারিবারিক কাজের অংশগ্রহণ বৃদ্ধি এবং নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ যাতে না হয় এই জন্য লালকার্ড প্রদর্শনী ও সকলকে নিয়ে শপথ করান।
রাজাপুর ০১ নং আগুরিয়া পল্লী সমাজে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে মিলন মেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভা প্রধান শাহানা বেগম। এসময় মিলনমেলায় উপস্থিত ছিলেন আগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম ইউপি সদস্য মো. হাবিল খান। মিলনমেলা পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন অ্যাসোসিয়েট অফিসার মোছা. চন্দনা খাতুন প্রমুখ।