সিরাজগঞ্জে জেলা তথ্য দফতরের উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের মুক্তিযুদ্বের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজন করে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানের। গতকার রোববার, সকাল ১০টায় স্থানীয় ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাই বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা তথ্য কর্মকর্তা মো. বোরহান উদ্দীন।
অনুষ্ঠানের প্রারাম্ভে ভাষা আন্দোলন থেকে ৭১ এর মুক্তিযুদ্ধ শীর্ষক এক প্রামান্য চিত্র প্রদর্শন ও শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি-অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বিশেষ করে সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধের প্রস্তুতি, দেশের বৃহত্তম গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনী পলাশডাঙ্গা যুব শিবির এর গড়ে তোলা ও জীবন বাজি রেখে ৪৫টি যুদ্ধের পরিচালনার ঐতিহাসিক ঘটনাক্রম তুলে ধরেন পলাশ ডাঙ্গা যুব শিবির এর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিমল কুমার দাশ।
মুক্তিযুদ্ধের এ অঞ্চলের প্রেক্ষাপট, ভারতে প্রশিক্ষণ ও ৭১ এর যুদ্ধ জীবনের সংগ্রামী গল্পগাঁথা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ গণ হত্যা অনুসন্ধান কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম যুদ্ধ দিনের কথা ও যুদ্ধ পরবর্তী পাক হানাদার বাহিনীর নির্মমতার চিহ্ন গণহত্যার স্থানকে ঘিরে গল্পকাঁথা তুলে ধরেন। এসময় বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ৭১ এর মুক্তিযুদ্ধের নিজের যুদ্ধগাথা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার এর সভাপতি ইসমাইল হোসেন, গণহত্যা অনুসন্ধান কমিটির অন্যতম সংগঠক নব কুমার কর্মকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিবেকানন্দ দাশ, যুব নেত্রী ও নাট্যাভিনয় শিল্পী সামিনা ইসলাম নীল ও পরিবেশ সংগঠক মেহেদী জামান সুহাশ, বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শেষে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি- শীর্ষক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ্ করেন অতিথি বীর মুক্তিযোদ্ধাগণ। অনুষ্ঠানের শতাধিক শিক্ষার্থী তাদের নিকট অজানা মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন।