আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে নির্বাচন করায় মুক্তিযোদ্ধাদের নামে মামলা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধারা।
সোমবার (১৫জানুয়ারি) সকালে বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মুক্তিযোদ্ধাদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বেলকুচি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মাদ আলী ও তার স্ত্রী রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর সহ তার সন্ত্রাসী বাহিনি দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে থেকেই আমাকে এবং আমার সাথে নৌকা নির্বাচনী সমর্থকদের হুমকি ধামকি দিয়ে আসছিল, ৭ জানুয়ারী নির্বাচনে নৌকা প্রতিক বিজয় হওয়ায়। স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মোহাম্মাদ আলী ও স্ত্রী সোনিয়া সবুর তাদের সন্ত্রাসী বাহিনি দ্বারা মুক্তিযোদ্ধা ও সংখ্যালঘুদের উপর মিথ্যা মামলা সহ নৌকা সমর্থিত নেতা কর্মীদের হামলা, মারপিট, বাড়ি ঘর ভাংচুর সহিংসতার প্রতিবাদে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাকে জানাতে চাই, আমি সহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ও নৌকা সমর্থিত নেতা কর্মীদের মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত করে স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসী বাহিনিদের আইনের আওতায় আনার দাবি জানাই। তিনি আরও বলেন মোহাম্মদ আলী ও তার ভাইকে প্রধান আসামী করায় বেলকুচি থানা ভার: কর্মকর্তা তাদের পক্ষ নিয়ে আমাদের চাপের মুখে প্রধান দুই আসামীর নাম বাদ দিয়ে তবেই মামলাটি নেওয়া হয়।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী দেলখোশ আলী প্রামানিক,রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, পৌর কাউন্সিলট শিপন,কাউন্সিলর মোন্নাফ মোল্লা,ভাঙ্গাবাড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার বেলকুচি উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দসহ নৌকা সমর্থিত নেতা কর্মীরা।