কামারখন্দসিরাজগঞ্জ

চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা

সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মো. জেল হক (জিল্লুর) (৬৮)  গত রোববার, সকাল ৬ টার দিকে  শহিদ এম মনসুর আলী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না…..রাজেউন)।

মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভাবে অংশ গ্রহনকারী এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকার মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।  গতকাল রোববার, বাদ মাগরিব সিরাজগঞ্জ শহরের সয়াগোবিন্দ জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় রহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হয়।  এ সময়ে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোরহাব আলী (সিএনসি), সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, কামারখন্দ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন ফিরোজী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব দানি উল হক মোল্লা, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা  মো. জেল হক জেলা কমান্ডের সাথে জড়িত ছিলেন।  তার মৃত্যুতে  সিরাজগঞ্জ -২ (কামারখন্দ- সিরাজগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না  ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা ও  শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button