সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ নানা আয়োজনের মধ্য দিয়ে কামারখন্দ মুক্ত দিবস পালিত হয়। এ উপলক্ষে জাতিয় ও দলীয় পতাকা উত্তোলন “মুক্ত দিবস স্মৃতি সৌধ”এ কামারখন্দ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয় ।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৩ ডিসেম্বর কামারখন্দ মুক্ত দিবস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ তুলে ধরে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, বিশেষ অতিথি পলাশডাঙ্গা যুব শিবিরের সহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিমল কুমার দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহাদত হোসেন ফিরোজী, বীর মুক্তিযোদ্ধা আলী কবীর হায়দার, উপজেলা ভূমি কর্মকর্তা সুমা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জামতৈল ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সম্পা খাতুন, সকল মুক্তিযোদ্ধা বৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউপি পরিষদের চেয়ারম্যান বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী পুলিশ প্রশাসন,উপজেলায় কর্মরত সকল কর্মচারি কর্মকর্তাবৃন্দ।