সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে ভাইরাল হওয়া আওয়ামী লীগ কর্মী আবু মুছাকে (৪২) কক্সবাজার থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-১২ এবং র্যাব-১৫ এর যৌথ অভিযানে কক্সবাজারের সদর উপজেলার পৌর এলাকার কলাতলী বিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবু মুছা সিরাজগঞ্জ পৌর এলাকার মৃত ছানোয়ার হোসেন ওরফে ছানুর ছেলে।
শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলি করে এবং কুপিয়ে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে হত্যা করা হয়। এসব ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক তিনটি হত্যা মামলা হয়। গ্রেফতারকৃত মুছা প্রতিটি মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতার এড়াতে সে দুই মাস ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। কক্সবাজার থেকে সুযোগ বুঝে সে সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ শহরে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে হামলা চালানোর কথা আবু মুছা স্বীকার করেছে। যার ভিডিও ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।