শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকি পালিত হয়। শনিবার (২৭ আগষ্ট) বিকেলে শাহজাদপুর উপজেলা হলরুমে এ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাহজাদপুর সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, শাহজাদপুর সাহিত্য পরিষদের সভাপতি আতিক সিদ্দিকী প্রমুখ। মৃত্যুবার্ষিকী এর আলোচনা সভা শেষে সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।