সিরাজগঞ্জের কাজীপুরে বুকে পানি আটকে আইয়ুব সরকার (১৬) নামের এক এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার পৌর এলাকার বিয়ারা সরকার বাড়ির মৃত বাহাদুর সরকারের ছেলে। বুধবার (৩ মে) সকালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাজীপুর পৌরসভার সাবেক কমিশনার তাসির উদ্দিন তাসু।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে ভাত খেয়ে প্রতিদিনের মত পানি পান করছিল আইয়ুব। হঠাৎ বুকের মাঝে পানি আটকে তীব্র ব্যথায় ছটফট শুরু করে সে। মুহূর্তেই অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজনরা কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আইয়ুব সরকার ওরফে রতন সরকার উপজেলার শ্যামপুর মাধ্যমিক ভোকেশনাল ইন্সটিটিউটের বিল্ডিং মেইনটেইন্স টেড্রের ছাত্র ছিল। সে চলমান এসএসসি পরীক্ষায় উপজেলা সদর বিএম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অংশ নিয়েছিল।