সিরাজগঞ্জের কৃতী সন্তান আবু নাসিম মো. জুনায়েদ খান পদোন্নতি পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর হলেন। সম্প্রতি সিলেট সেনানিবাসে তাকে মেজর পদের ব্যাচ পড়িয়ে দেন বাংলাদেশ সেনাবাহিনীর কমানডেন্ট এসআইএন্ডটি, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি ও ডেপুটি কমানডেন্ট, এসআইএন্ডটি বিগ্রেডিয়ার জেনারেল মো. সেলিম মাহমুদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন প্রধান প্রশিক্ষক অস্ত্র শাখা কর্নেল মোন্তাছির মামুন, পিএসসি।
মেজর জুনায়েদ অফিসার ক্যাডেট হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ৭৪ লং কমিশনে সফলতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করে ২০১৬ সালে লেফটেন্যান্ট হিসেবে সেনা অফিসার এর কর্মজীবন শুরু করেন। ২০১৮ সালে তিনি ক্যাপ্টেন পদে পদোন্নতি পান। গতকাল তিনি মেজর পদে পদোন্নতি পেলেন। বর্তমানে তিনি পদাধিক বাহিনীর ৫৯, ইষ্ট বেঙ্গল রেজিমেন্টে সিলেট সেনানিবাসে কর্মরত রয়েছেন। মেজর জুনায়েদ ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর নির্বাহী পরিচালক ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আলাউদ্দিন খান ও নাসিমা খান এর কনিষ্ঠ পুত্র।