কামারখন্দসিরাজগঞ্জ

নুর ইসলামের মেডিকেলে ভর্তির দায়িত্ব নিল পারি ফাউন্ডেশন

কামারখন্দ  প্রতিনিধি: কক্সবাজার মেডিকেল কলেজে লেখাপড়ার সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে না পারা সেই নুর ইসলামকে মেডিকেলে লেখাপড়ার খরচের দায়িত্ব নিয়েছে পারি ফাউন্ডেশন।

নুর ইসলাম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মোসলেম খান ও নাসিমা বেগম দম্পত্তির দ্বিতীয় সন্তান। নুর ইসলাম চলতি বছর সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।

রোববার, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পারি ফাউন্ডেশনের উদ্যোগে নুর ইসলামকে মেডিকেলে ভর্তির জন্য নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়। একই সঙ্গে এমবিবিএস পাশ করা পর্যন্ত তাঁর আনুসঙ্গিক সব খরচ বহন করবে সংগঠনটি।

পারি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাজ্জিদ হাসান মুন বলেন, নুর ইসলামের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে জানার পর সংগঠনের পক্ষ থেকে তাকে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। সেই সাথে মেডিকেলের শিক্ষা সামগ্রীসহ এমবিবিএস পাশ করা পর্যন্ত আনুসঙ্গিক সব খরচ বহন করবেন বলেও তিনি জানায়।

এ বিষয়ে নুর ইসলাম বলেন, গণমাধ্যমকর্মীদের নিউজের জন্য আমার ভর্তির টাকাসহ আনুসঙ্গিক খরচের ব্যবস্থা হওয়ায় গণমাধ্যমকর্মী, উপজেলা প্রশাসন ও পারি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন। মানবিক চিকিৎসক হয়ে বের হয়ে আসতে পারেন ও ভিজিটের বিনিময় নয় মানবিক বিনিময়ে যেন মানুষকে সব সময় সেবা দিতে পারেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, লেখক ও প্রকাশক খোরশেদ আলম বাহারসহ কামারখন্দ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে নুর ইসলামের ভর্তির জন্য উপজেলা পরিষদ ও সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজ থেকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button