নাসিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গত ১২জুন সোমবার চর হরিপুর গ্রামে মাঠ পর্যায়ে অসহায় দরিদ্র মানুষের মাঝে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন নাসিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. দীপক কুমার সাহা। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী স্বপ্না দত্ত, নার্স হাসিনা খাতুন, ল্যাব টেকনোলজিস্ট মো. রাজিব মাহমুদ। এদিন চর হরিপুর গ্রামের ৪২ জন অসহায় দরিদ্র রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান করা হয় ও তাদের স্বাস্থ্যের যত্ন সম্পর্কে পরামর্শ দেওয়া হয় এবং এনডিপির যে সকল সদস্য দের পরিক্ষা করা দরকার তাদের নাসিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এ সকল পরিক্ষা নিরীক্ষা করার জন্য রেফার করা হয় এবং তাদের সকল পরিক্ষা নিরীক্ষায় ৫০% মূল্য ছাড় দেওয়া হয়।