সিরাজগঞ্জের বেলকুচিতে আলহাজ্ব সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ে খাজা ইউনুস আলী কমপ্লেক্স ও ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এর প্রতিষ্ঠাতা ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেন-এর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সোমবার (৯সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দিনব্যাপী গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা পত্র প্রদান, বিনামূল্যে ওষুধ বিতরণ, বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বিভিন্ন বিভাগের ২২ জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা এই ফ্রি মেডিকেল ক্যাম্প পালন করা হয়। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের ডাক্তার প্রফেসর মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, খাজা ইউনুস আলী ক্যান্সার ইনস্টিটিউট, খাজা ইউনুস আলী নার্সিং ইনস্টিটিউট ও খাজা ইউনুস আলী ল্যাবরেটারি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবায় গরিব ও অসহায় প্রায় ৩০০ জন রোগীকে সেবা প্রদান করা হয়।