গত সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠ চত্বরে পৌর মেয়র ও এমসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুর রউফ মুক্তা তার নিজস্ব তহবিল থেকে প্রতিবন্ধী ও সমাজের অস্বচ্ছল দেড় হাজার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরন করেন।
এসময় পৌর প্যানেল মেয়র-১ নূরুল হক, কাউন্সিলর আল মামুন, জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল ও মহিলা কাউন্সিলর রুমানা রেশমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সৈয়দ আব্দুর রউফ মুক্তা এসময় বলেন, প্রধানমন্ত্রী স্বচ্ছল ও বিত্তবান মানুষদের নির্দেশনা দিয়েছেন এই প্রচন্ড শীতে শীতার্থ মানুষের দাঁড়াবার জন্য। সেই নির্দেশনা মোতাবেক নিজের দায়িত্ববোধ থেকে আমার নিজস্ব তহবিল থেকে শীতার্থ মানুষদের সহযোগিতা করার চেষ্টা করছি। সরকার সহযোগিতা করছে পাশাপাশি ব্যবসায়ী ও সমাজের বিত্তবানদের শীতার্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। আগামী দিনে তার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।