কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। শুক্রবার (১৯ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মেয়র নিজেই। রাজশাহীর বিভাগীয় প্রশাসনের এই সম্মাননা স্মারক বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ্ (এনডিসি) নিজে মেয়রের হাতে তুলে দেন।
জানা গেছে, কাজিপুর উপজেলা ভূমি অফিসকে আধুনিকতায়ন ও জনবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতকরণ কার্যক্রমে সহযোগিতা করার জন্য এ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় মেয়রকে। গত ৭ আগস্ট দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মামুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়াউল হক। সম্মাননা স্মারক পেয়ে মেয়র আব্দুল হান্নান তালুকদার বলেন, কাজিপুর পৌরসভার ইতিহাসে এমন পুরস্কার এই প্রথম। যা আমি পেয়েছি। উপজেলা ভূমি অফিস আধুনিকায়নে সহযোগিতা করেছি আমরা। তাতে খুশি হয়ে আমাকে সম্মাননা স্মারক প্রদান করেছেন বিভাগীয় কমিশনার মহোদয়।
কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম বলেন, মেয়র সাহেব আমাকে বেশ সহযোগিতা করেছেন। তাঁদের সহযোগিতাতেই কাজিপুর উপজেলা ভূমি অফিস এখন আধুনিক।