কামারখন্দসিরাজগঞ্জ

জৌলুস হাড়িয়েছে কামারখন্দের সাড়ে ৩ শত  বছরের ঐতিহ্যবাহী ঝাঐলের গোষ্ঠের মেলা

আশিক সরকার, কামারখন্দ প্রতিনিধি: প্রতি বছরের মত এবছরও শুরু হয়েছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ঝাঐল গ্রামের প্রায় ৩৭৫ বছরের ঐতিহ্যবাহী গোষ্ঠের মেলা। প্রতি বছর বৈশাখের পূর্নিমায় সনাতন ধর্মাবলম্বীদের গোপাল গোষ্ঠ পূজা উপলক্ষে এ মেলার আয়োজন করে এলাকাবাসী।

সরেজমিনে মেলা ঘুরে দেখা যায়, প্রতিবছর মেলার আয়োজন খুব ধুমধামের সাথে হলেও ও এবছর মেলা তার নিজস্ব জৌলুস হাড়িয়েছে। মেলায় দোকানপাট ও লোক সমাগম আগের বছর গুলোর তুলনায় কমেছে ব্যাপক হারে।

পূজা উদযাপন কমিটির একজন সদস্য আশিষ কুমার পোদ্দার জানান, গত বছর এলাকাবাসীর দুই গ্রুপের সংঘর্ষের কারণে মেলার কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এবছর মেলা বসেছে ঠিকই কিন্তু অঘোষিত।

মলায় আসা ঐ গ্রামের এক আত্বীয় জুড়ান চন্দ্র দেব জানান, এবছর মেলা হওয়ার কথা ছিলোনা। মেলা হবে কিনা সে বিষয়ে খুব শঙ্কার মধ্যে ছিলাম। তাই পরিবারের সবাইকে নিয়ে আসিনি। তাছারা মেলাও খুব একটা জমে উঠেনি।  মেলায় আসা ঝুড়ি বুন্দি ব্যবসায়ী দুলাল চন্দ্র জানান, এবছর মেলা খুব একটা জমে উঠেনি। তাই বেচাকেনা খুব কম।

ঝাঐল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন ঠান্ডু জানান, গত বছর এলাকার দুই গ্রুপের মধ্যে একটা ঝামেলার কারণে এবছর মেলা জমে উঠেনি। তবে এলাকার দ্বন্দ্ব নিরেসনের জন্য কাজ করছি, শীঘ্রই এর সমাধান হবে। আগামীতে মেলার পুরোনো রুপ ফিরিয়ে দিতে যথেষ্ট চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button