পিকেএসএফ-এর ‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)’-এর আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত নিরাপদ পণ্যের প্রচার, প্রসার ও বাজার সংযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে ৮ থেকে ১০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সুপণ্য সমাহার পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোগ মেলা ২০২৪’ শুরু হয়। ৮ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত এই মেলায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) সহ পিকেএসএফ এর ৪৭টি সহযোগী সংস্থা এবং ৭৭টি ক্ষুদ্র উদ্যোক্তাদের স্টল রয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল মিলনায়তনে মেলার শুভ উদ্বোধন করেন পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার, এনডিসি। উল্লেখ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর ১১ নম্বর স্টল ও সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের দুইজন উদ্যোক্তা হাবিবা শাড়ি ১২ এবং ১৩ নম্বর বাহাড়ি প্রিমিয়াম গামছার স্টল রয়েছে। এছাড়াও, দুধের রাজধানী হিসেবে খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুরের এর বিখ্যাত দুগ্ধ জাত পণ্যের দুইটি স্টলে কৃষক ডেইরি, আল কাছার প্রিমিয়াম, নাইন স্টার ডেইরি এবং গ্রীন খামারি এগ্রো ফুডস মেলায় অংশগ্রহন করেছেন। প্রথম দিনেই মেলায় উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।