জাতীয়সদরসিরাজগঞ্জ

ঢাকায় অনুষ্ঠিত ক্ষুদ্র উদ্যোক্তাদের মেলায় শ্রেষ্ঠ স্টলের পুরস্কার পেল এনডিপির উদ্যোক্তার ‘কৃষক’ ব্র্যান্ড

পিকেএসএফ আয়োজিত ‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)’-এর আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত নিরাপদ পণ্যের প্রচার, প্রসার ও বাজার সংযোগ বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘সুপণ্য সমাহার পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোগ মেলা ২০২৪’ । গত ৮ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৪ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল মিলনায়তনে ৩ দিন ব্যাপি অনুষ্ঠিত এই মেলা গতকাল ১০ ফেব্রুয়ারি শেষ হয়।

মেলায় এনডিপির ‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) -ডেইরি প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তা শাহজাদপুর উপজেলার আতাউর রহমান এর ষ্টল ‘কৃষক ব্র্যান্ড’ শ্রেষ্ঠ স্টলের পুরস্কার পায়। গতকাল ১০ ফেব্রুয়ারি, শনিবার মেলার সমাপনী অনুষ্ঠানে তার হাতে ‘কৃষক ব্র্যান্ড’ শ্রেষ্ঠ ষ্টলের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর মাননীয় চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন। উল্লেখ্য যে, মেলায় পিকেএসএফ এর ৪৭টি সহযোগী সংস্থা এবং ৭৭টি ক্ষুদ্র উদ্যোক্তা স্টলে নিজ নিজ সুপণ্য নিয়ে অংশগ্রহণ করেন। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( এনডিপি) এর ১১ নম্বর ষ্টল এবং সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের দুইজন উদ্যোক্তা হাবিবা শাড়ি ১২ এবং ১৩ নম্বর বাহাড়ি প্রিমিয়াম গামছার স্টল ছিল। এছাড়াও, দুধের রাজধানী হিসেবে খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুরের বিখ্যাত দুগ্ধ জাত পণ্যের দুইটি স্টলে চারজন উদ্যোক্তা- কৃষক ডেইরী, আল কাছার প্রিমিয়াম, নাইন স্টার ডেইরী এবং গ্রীন খামারী এগ্রো ফুডস মেলায় অংশগ্রহন করেন। মেলার শুরু থেকেই উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button