স্টাফ রিপোর্টার: “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ শ্লোগান সামনে নিয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসন, ও শ্রম কল্যাণ কেন্দ্র, শ্রম অধিদপ্তরের আয়োজনে মহান মে দিবস উদযাপন উপলক্ষ্য র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত সোমবার ১ মে যথাযোগ্য মর্যাদায় সকাল সাড়ে ৯ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে শহিদ এ, কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠান করা হয়।
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হান্নান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট এস. এম. রকিবুল হাসান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জে.এম শাখা, রেকর্ডরুম শাখা, উন্নয়ন শাখা) জেএম সুইচিং মং মারমা, মালিক পক্ষের সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি মো. মিসবাহুল ইসলাম (লিটন সরকার), শ্রমিক পক্ষের জাতীয় শ্রমিকলীগ, সিরাজগঞ্জ জেলা শাখার আব্দুল কাদের চান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল জব্বার খান রতু, সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নামদার হোসেন, সিরাজগঞ্জ অটোটেম্পু অটোরিকশা এবং সিএনজি মালিক সমিতির সভাপতি মো. ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন, সিরাজগঞ্জ শ্রম কল্যাণ সংগঠক শ্রম কল্যাণ কেন্দ্রের মো. এখলাছুর রহমান। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকেরা উপস্থিত ছিলেন।