উল্লাপাড়ার মোমেনা আলী বিজ্ঞান স্কুলের এসএসসি-২০২২ খ্রি.পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (১০ জুন) বিজ্ঞান কলেজের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মো. আরিফুল ইসলাম উজ্জ্বল ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা করেন উপজেলা কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফয়সাল কাদের রুমি, উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অভিভাবক সদস্য মো. এস এম জাহিদুজ্জামান কাকন, অ্যাকাডেমিক সুপারভাইজার মো. মোসলেম উদ্দিন, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো. রকিবুল ইসলাম, শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন শিক্ষক-শিক্ষিকা ও বিদায়ী ছাত্র-ছাত্রী বৃন্দ।