সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাবেক মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম সাহেবের ৭৪তম জন্ম দিবসে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার, ২ এপ্রিল. বিকেল ৪ টায় এস.এস রোডস্থ দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার এর আহবানে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতিবীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, আলহাজ্ব ইসাহাক আলী, সহসভাপতি আব্দুল বারী শেখ, সহ সভাপতি আব্দুর রউফ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী, অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন, ফরিদ আহমেদ পিয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব দানিউল হক মোল্লা, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর থানার আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য জেহাদ আল ইসলাম, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েলসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগণ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়ামের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক সফল স্বরাষ্ট্র, ডাক টেলিযোগাযোগ ও গণপূর্ত গৃহায়ন ও স্বাস্থ্যমন্ত্রী জাতীয় নেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম সাহেবের ৭৪তম জন্মদিন আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি। সিরাজগঞ্জ জেলার কৃতী সন্তান হিসাবে আওয়ামী লীগ সরকারের সিংহভাগ সকল উন্নয়ন তার হাত ধরে হয়। জাতীয় ভাবে নাসিম সাহেব ছিলেন কর্মী বান্ধব নেতা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব এহসান।