জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর আয়োজনে এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এর সহযোগিতায় মৌসুমী বন্যায় আগাম সাড়াদান প্রকল্প ২০২৪ এর অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে কাজিপুর উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে অবহিতকরণ সভা ২১ মার্চ ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, কাজিপুর মোঃ সোহরাব হোসেন। সভা পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। সভায় সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মোস্তারী সহ কমিটির সকল সদস্য গণ উপস্থিত ছিলেন। প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী অর্জুন কুমার রায় বলেন সিরাজগঞ্জ জেলার ০৬ টি উপজেলার ৪৮ টি ইউনিয়নে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। অবহিতকরণ সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কাজিপুর উপজেলার ৮টি ইউনিয়ন এই প্রকল্পের আওতাধীন রয়েছে সকলকে অবহিত করেন। তাই ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে অবহিতকরণ সভা এবং কর্ম এলাকার ৬টি উপজেলার ৪৮ টি ইউনিয়নে ইমাম ও ভলান্টিয়ারদের বন্যার আগাম প্রস্তুতি ও সাড়াদানে করনীয় সম্পর্কে সকলের দায় দায়িত্ব বিষয়ে কর্মশালা স্ব স্ব ইউনিয়নের সভা কক্ষে অনুষ্টিত হচ্ছে বলে উপস্থিত সকলকে অবগত করা হয়। এছাড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পর্যায়ে ১৪৪ টি মিটিং চলমান রয়েছে বলে অবহিত করা হয়। সভার সভাপতিসহ অংশগ্রহনকারীগণ তাদের বক্তব্যে এনডিপি ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এবং এনডিপির সার্বিক কার্যক্রম ও প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং দেশের উন্নয়নে ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কল্পে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা এনডিপিকে তার লক্ষ্য অর্জনে সকল কাজে উপস্থিত সকলে সার্বিক ভাবে সহাযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরবর্তী দেখুন
17 hours ago
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা শিবিরের আয়োজনে “নববর্ষ প্রকাশনী উৎসব” এর উদ্বোধন
17 hours ago
রায়গঞ্জে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ধোধন
17 hours ago
বেলকুচিতে যমুনা নদীতে নিখোঁজ মাদ্রসা ছাত্রের মরদেহ উদ্ধার
17 hours ago
বিজ্ঞান মেলা উদযাপন উপলক্ষে চৌহালীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
17 hours ago
চৌহালীর বিএনপি’র বহিষ্কৃত নেতা জুয়েল ফকির গ্রেফতার
এ সম্পর্কিত আরও পড়ুন
মন্তব্য করুন
Check Also
Close