বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর উদ্যোগে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেধা ও মননে সুন্দর আগামী ” প্রতিপাদ্য বিষয় নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলায় বাস্তবায়িত কৈশোর কর্মসূচির উদ্যোগে এ আয়োজন করা হয়। ১৯ ফেব্রুয়ারি, আয়োজিত মিনি ম্যারাথনটি সিরাজগঞ্জ শহরস্থ এম.এ. মতিন সাহেব ঘাট হতে শুরু করে হার্ড পয়েন্টে (জিরো পয়েন্ট) গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের প্রায় শতাধিক কিশোর এবং কিশোরী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান এস এম নাসিম রেজা নূর দীপু। এসময় বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের মোবাইল ফোনের প্রতি আসক্তি বৃদ্ধি পেয়েছে এবং এই আসক্তি থেকে বের আসতে খেলাধুলোর কোন বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। একইসাথে সকলকে পড়ালেখার প্রতি মনোযোগী হতে নির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে সম্মিলিতভাবে ম্যারাথন আয়োজন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওয়াখোলা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, সিরাজগঞ্জ সদর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক ও এনডিপি’র ঋণ সহায়তা কর্মসূচির এরিয়া ম্যানেজার (সিরাজগঞ্জ সদর) আনিছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিপি’র পরিচালক (কর্মসূচি) মোহা. শাহ্ আজাদ ইকবাল। এছাড়াও অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. ফজল করিম, সহকারী ব্যবস্থাপক (রিসার্চ এন্ড ডকুমেন্টেশন) মো. জানাফার ইসলামসহ কর্মসূচির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর যৌথ অর্থায়নে কৈশোর কর্মসূচিটি ২০১৯ সাল হতে সিরাজগঞ্জ জেলার চারটি উপজেলায় (সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, বেলকুচি ও রায়গঞ্জ) বাস্তবায়িত হচ্ছে।