সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির উদ্যোগে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ১৪ দলের মুখপাত্র প্রয়াত নেতা আলহাজ¦ মোহাম্মদ নাসিম এর ম্যুরাল উম্মোচন করা হয়। বুধবার দুপুরে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির কার্যালয়ে প্রবেশ ফটকে নির্মিত ম্যুরাল উম্মোচন করেন সিরাজগঞ্জ ১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রয়াত নেতা নাসিম পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়।
ম্যুরাল উম্মোচন শেষে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির হল রুমে চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্যের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত মোহাম্মদ নাসিম এর পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ¦ ইসহাক আলী, জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, চেম্বার পরিচালক সাংবাদিক হীরক গুণ।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বোচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, লিমন, সোহেল ও মো. জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। ম্যুরাল উম্মোচন শেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা ও দেশ ও জাতীর কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।