স্টাফ রিপোর্টার : “মৎস্যজীবির অধিকার, জাল যার জলা তার” এ শ্লোগান নিয়ে জাতীয় মৎস্যজীবি সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা’র নব-নির্বাচিত পরিচিতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার, ৮ এপ্রিল সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের মেছুয়া বাজার কার্যালয়ের পৌর এলাকার মৎস্য ক্রয়-বিক্রয় সমবায় সমিতির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জাতীয় মৎস্যজীবি সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা’র নব-নির্বাচিত সভাপতি মো. শফিকুল ইসলাম।
এ সময়ে সহ-সভাপতি শ্রী বুদ্ধিশ্বর হালদার, মো. আমিনুল ইসলাম বুলবুল, শহিদুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ, তাজউদ্দীন ব্যাপারী শেরেকুল, সাধারণ সম্পাদক মো. খোকন ব্যাপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রমজান আলী, ছাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জীবন ব্যাপারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. বিপুল ব্যাপারী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শ্রী বিমল হাওলাদার, কোষাধ্যক্ষ মো. ফরিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. নাছির উদ্দীন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আশিকুর রহমান, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. আনোয়ারা বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোছা. অঞ্জনা খাতুন, শ্রীমতি শিল্পী রাণী হালদার সহ ২১ জন নির্বাহী সদস্যদের পরিচিতি ও শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, জাতীয় মৎস্যজীবি সমিতি সিরাজগঞ্জ জেলার সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ মার্চ সকালে সিরাজগঞ্জ এম.মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না। উদ্বোধক ছিলেন, জাতীয় মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. ইসলাম আলী।