আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি: সিরাজগঞ্জের বেলকুচি মুকুন্দগাতী বাজার বাস স্ট্যান্ডে যাত্রী সেবায় নির্মিত ছাউনিটি ফলের দোকান ও বিভিন্ন ওয়ান লাইন সপের ডেলিভারি ম্যানদের দখলে, প্রতিদিন সকাল থেকে সারাদিন যাত্রী ছাউনি দখল করে সারেন তাদের ব্যবসায়ীক কাজ। ওয়াডারকৃত পন্য নিয়ে তারা যাত্রী ছাউনিতে বসে,যাত্রী বসার যায়গা দখল করে গ্রাহকদের মাঝে এই সব পন্য ডেলিভারি দিয়ে থাকেন,এতে বাস সিএনজির অপেক্ষারত যাত্রীরা ছাউনিতে বসার যায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকেন ছাউনির বাহিরে তুখোর রোদে।
মূলত যাত্রীরা রোদ-বৃষ্টি তে রাস্তায় দাড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা না করে বসে আরাম করার জন্য এসব যাত্রী ছাউনি নির্মাণ করা হলেও তা এখন পরিণত হয়েছে সিএনজি অটোরিকশা চালক,ফলের দোকান, ওয়ান লাইন সপের ব্যবসা খানায়।
সরেজমিনে গিয়ে দেখা যায় যাত্রী ছাউনির ভিতরে এক পাশে বসার যায়গা দখল করে আছেন ওয়ান লাইন সপের ডেলিভারি ম্যানরা, এতে সুবিধা বঞ্চিত হচ্ছে দুর দুরান্ত থেকে আসা সাধারণ যাত্রীরা।
এদিকে ছাউনির সামনে দখল করে গড়ে উঠেছে বিভিন্ন ফলের দোকান এতে সরকারী অর্থে নির্মিত যাত্রী ছাউনিটি আসছেনা কোন কাজে।
এই বিষয়ে অভিযোগ তুলে বেলকুচি এনায়েতপুর রাস্তার নিয়মিত যাত্রী বিপুল বলেন, যাত্রী ছাউনি নামে আছে,কিন্তু পরিণত হয়েছে ওয়ান লাইন সপের ব্যবসায়ী ছাউনিতে। একটু বসার পরিবেশ ও নেই, বিশেষ করে মহিলা যাত্রীদের জন্য খুবই সমস্যা হয়ে দাড়িয়েছে,অতিদ্রুত যাত্রী ছাউনির ভিতর থেকে ওয়ান লাইন সপের ব্যবসায়ীদের সরিয়ে সাধারণ যাত্রীদের বসার সুযোগ করে দেওয়া জন্য দাবি জানাই।
এই বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন কেউ যদি যাত্রী ছাউনিতে, যাত্রীদের বসার জায়গা দখল করে ব্যবসা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং যাত্রী ছাউনি দখল মুক্ত করা হবে।