সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম বর্ষে পদার্পণে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকা ১৮তম বর্ষে পর্দাপণ উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ৬ জুন, মঙ্গলবার সন্ধ্যায় শহরের এস এস রোডস্থ ডাব্লিউ এফ রেস্টুরেন্ট এ্যান্ড কমিউনিটি সেন্টারের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাসিম রেজা নূর দীপু।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আগত অতিথিরা বলেন যায়যায়দিন একটি প্রিয় দৈনিক। পত্রিকাটি এমন অনেক বিষয় প্রকাশ করে যা অন্য কোনো পত্রিকায় প্রকাশিত হয় না। অনেক বিষয়ে সাহসী ভূমিকা গ্রহণ করে থাকে। কাগজটিকে ধারাবাহিকভাবে উন্নততর করার জন্য এর ব্যবস্থাপনা ও সম্পাদকীয় পরিষদ আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছে। তাদের এ প্রয়াসের প্রশংসা করেন। একটি নিরপেক্ষ পত্রিকা হিসেবে দৈনিক যায়যায়দিন তার প্রচেষ্টা চালিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করেন বক্তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেলাল আহমেদ, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. ইসমাইল হোসেন, ৩নং বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন সেখ, ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া মুন্সি, সিরাজগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ মামুন।

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সভাপতি প্রকৌশলী আবু তালহার সভাপতিত্বে ও যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক এইচএম মোকাদ্দেস এর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, এনটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না, এস এ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন, ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ, ডেইলি মর্নিং অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি রফিউল আলম বাবুল তালুকদার, সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না, নারী সাংবাদিক মোচ্ছা. মাকমুদা খাতুন প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগের কথার সিনিয়র স্টাফ রিপোর্টার আহসান হাবিব মুন্না, দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি মো. আল-আমিন, ডেইলি ইন্ডাস্ট্রির স্টাফ রিপোর্টার শিফাত আহমেদ খান, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি শাহরিয়র পারভেজ জিকো, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শিশির, ডেইলি সিরাজগঞ্জ নিউজ ২৪’ সম্পাদক মাসুদ রেজা, তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি মাসুদ রানা বাচ্চু, আলোকিত সকালের জেলা প্রতিনিধি শাহিন রেজা, সাংবাদিক আলী আশরাফ।

এছাড়াও ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক ডা. পারভেজ রায়হান, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button