রায়গঞ্জ প্রতিনিধি : রায়গঞ্জে উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়। শনিবার, বিকেল ৫ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিন সরকারের সঞ্চালনায় এ শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ-সংসদীয় আসনের জাতীয় অধ্যাপক ডাক্তার মো. আব্দুল আজিজ এমপি।
শোকসভায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান খান ও রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্ন্।া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন ও রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়
যৌথ শোক সভায় সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল প্রধান আলোচক হিসেবে ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সিরাজগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাসান শহীদ চঞ্চল, সঞ্জয় কুমার সাহা ,আলহাজ্ব সরকার, রায়গঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসান সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াস হোসাইন প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শোক সভায় সিরাজগঞ্জ জেলা ও রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক কৃষকলীগ, ছাত্রলীগের নেতা – কর্মীগন উপস্থিত ছিলেন।