সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

শুক্রবার (১২ আগস্ট) সিরাজগঞ্জে পালিত হয় আন্তর্জাতিক যুব দিবস। এ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর, সিরাজগঞ্জ এর আয়োজনে কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য, পররাষ্ট্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কামিটির সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, নির্দিষ্ট দিনে অতীতের কোনও গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরি করতেই বিশ্বে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। যে কোনও দেশের যুব সমাজ সেই দেশের সবচেয়ে বড় শক্তি। এই যুব সমাজ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার লঙ্ঘন, এমনকি মহামারির মতো বিভিন্ন ঘটনায় পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী সামগ্রিক পরিবর্তন আনতে যুব সমাজের এই অবদানের জন্যই প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়।

জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দক্ষ যুব সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ এর আলোকে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপÍর এর উপপরিচালক মো. শরীফুল ইসলাম, ডেপুটি কো-অডিনেটর কৃষিবিদ ইকবাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button