স্টাফ রিপোর্টার : বাংলাদেশ যুব মহিলা লীগ সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়। সম্মেলনে রুমানা রেশমা সভাপতি নির্বাচিত এবং আফরিন মায়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সোমবার (১০ অক্টোবর) সকাল ১১টায় শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার। এসময় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত গাওয়া ও বেলুন উড়ান হয়।
সিরাজগঞ্জ জেলা যুব মহিলা লীগের আহবায়ক রুমানা রেশমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন রিমি।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ জেলা আ’লীগের সভাপতি কে. এম. হোসেন আলী হাসান, সম্পাদক আবদুস সামাদ প্রমুখ।
বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে যুব মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপস্থিতিতে জেলা যুব মহিলা আওয়ামী লীগের সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়। সম্মেলনে রুমানা রেশমা সভাপতি, আফরিন মায়া সাধারণ সম্পাদক , আফরোজা পারভীন রিনা সিনিয়র সহ সভাপতি ও সূচনা চৌধুরীকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়।