চৌহালী প্রতিনিধি: স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় যুব দিবস পালিত হয়। দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, যুব ঋণের চেক, প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ ভাতা, সনদ ও গাছের চারা বিতরণ করা হয়।
চৌহালী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবস উপলক্ষে গতকাল বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসানের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. এ কে এম ফজলুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতী খাতুন, তথ্য অফিসার তামান্না হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা স্বম্পা কর্মকার প্রমুখ। জানা যায়, স্থানীয় ৫৮ জন যুবক-যুবতির হাতে বিভিন্ন হারে ১৩ লাখ ৭০ হাজার টাকার ঋণের চেক, যুব প্রশিক্ষণে মেধাবি যুব-যুবাদের মধ্যে পুরস্কার, ৬০টি বিভিন্ন জাতের গাছের চারা ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।