সদরসিরাজগঞ্জ

শিয়ালকোল যুব সংসদের আহ্বায়ক কমিটি গঠন

আহ্বায়ক শাহাদাৎ হোসেন, সদস্য সচিব সাংবাদিক সঞ্চয়

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী শিয়ালকোল যুব সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত শুক্রবার (২০ অক্টোবর) সন্ধায় সদর উপজেলার শিয়ালকোলে অবস্থিত ঐতিহ্যবাহী সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

শিয়ালকোল যুব সংসদের প্রাক্তন ক্রীড়া সম্পাদক ও আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শাহাদত হোসেন মাষ্টার কে আহ্বায়ক ও সাবেক সম্পাদক ও সভাপতি, সাংবাদিক সাজিরুল ইসলাম সঞ্চয়কে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত ১১ সদস্যের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠনটির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান, সাবেক সদস্য মো. বাবলু সেখ ও মো. আমিনুল ইসলাম।

সদস্য হিসেবে রয়েছেন আব্দুল মান্নান মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মান্নু, রফিকুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ শাহ আলম, মো. হাসেম আলী ও মো. রাকিব সেখ। নবগঠিত আহ্বায়ক কমিটি দায়িত্ব গ্রহন করে আজ ২২ অক্টোবর রোববার কমিটির প্রথম সভা আহ্বান করে।

আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত সাবেক নেতৃবৃন্দ, যুব সংসদের সদস্য ও খেলোয়াড়েরা সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করেন। শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সদস্য তালিকা হালনাগাদ করা ও কার্যকরি কমিটি গঠনসহ ক্লাবটির খেলাধুলায় মান উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহনের দায়িত্ব দেয়া হয়।

উল্লেখ্য ১৯৫৭ সালে সদর উপজেলার শিয়ালকোলে প্রতিষ্ঠিত হয় শিয়ালকোল যুব সংসদ ক্লাব। প্রতিষ্ঠার পর থেকেই নিজস্ব মাঠে ফুটবল, ক্রিকেট, ভলিবল, হাডুডু খেলা আয়োজন করার পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে খেলাধুলায় অংশগ্রহণ করে আসছে ক্রীড়া সংগঠনটির খেলোয়াড় সদস্যরা। দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আমন্ত্রণে সংস্থাটির বিভিন্ন টুর্নামেন্ট ও লীগে অংশগ্রহণ করে আসছে শিয়ালকোল যুব সংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button