সরকারের বিভিন্ন কার্যক্রমে ‘অপরাধ’ দেখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, ‘আমি যেদিকে তাকাই, শুধু ওনাদের অপরাধ দেখি। অথচ ওনারা কোনো অপরাধ দেখেন না।’
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন আবদুল আউয়াল মিন্টু। এ সময় তিনি প্রশ্ন তোলেন, ‘বিরোধী দলের লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, নির্যাতন করা কি অপরাধ নয়?’ দেশের সম্পদ কীভাবে লুটপাট হচ্ছে, দেশের সম্পদ কীভাবে বিদেশে পাচার হচ্ছে, তা সরকার দেখে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
নিজের ও সন্তানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ সম্পর্কে বিশিষ্ট এই ব্যবসায়ী বলেন, ‘যদি টিভি দেখেন, দেখবেন যে মুদ্রা পাচারের নাম উঠলেই আমার ফটো, তাবিথ আউয়ালের ফটো। আরে ভাই, আমরা তো (পরিবার) এখানে থাকি, তো মুদ্রাটা কার কাছে পাঠাব।’
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘হেলমেট বাহিনী, এই বাহিনী-সেই বাহিনী দিয়ে নির্যাতন করা কি অপরাধ নয়?’ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘ওনারা শুধু দেখেন মানুষ হাসিমুখে আছে।’
অপরাধ দেখার জন্য দূরদৃষ্টিসম্পন্ন জ্ঞান লাগে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আমার কাছে মনে হয়, এই সরকার তাদের জ্ঞানই হারিয়ে ফেলেছে।’