ওমর ফারুক ভুইয়া, কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীর জনসভা সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
গত বুধবার, ২৫ জানুয়ারি, দুপুর ১২ টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা সেলিমের সভাপতিত্বে যৌথ কর্মি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬৩, সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। প্রধান অতিথি এমপি মুন্না তার বক্তব্যে বলেন শেখ হাসিনার বিকল্প নেই। তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
যৌথ কর্মী সভায় প্রধান অতিথি এমপি মুন্না ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তালুকদার, রাজশাহীর জনসভা সফল করার জন্য দিক নির্দেশনা দেন। এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে আগামী নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান ।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীর জনসভা সফল করার লক্ষ্যে এমপি মুন্নার উদ্যোগে সিরাজগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের
রাজশাহী নিয়ে যাওয়ার জন্য ট্রেন ভাড়া করায় ৬৩, সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে ধন্যবাদ জানান কামারখন্দের নেতাকর্মীরা।