শাহজাদপুরসিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সচেতন করে তুলতে শনিবার দিনব্যাপী ‘ক্যারিয়ার ইনসাইটস’ নামের এক সেমিনারের আয়োজন করে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব এর উদ্যোগে শাহজাদপুরের  রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম।

বিশেষ অতিথি ছিলেন. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা প্রশান্ত কুমার পোদ্দার। ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট এ কে এম নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে  শুভেচ্ছা বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন। এতে মূল বক্তা ছিলেন ৩০তম বিসিএসে প্রথম হওয়া জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার ও বাংলাদেশ কাস্টমসের ডেপুটি কমিশনার সুশান্ত পাল।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষার্থী এ সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারের মিডিয়া পার্টনার ছিলেন দনিক যুগান্তর ও দৈনিক দেশ রূপান্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button