শাহজাদপুরসিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়: বি ইউনিটে পরীক্ষা দিলেন ২১৭০ শিক্ষার্থী

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা শুরু হয়। গত শনিবার (২০ মে) প্রথম দিন ‘বি’ ইউনিটের মানবিক বিভাগে পরীক্ষার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। দুপুর ১২টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে ভর্তি পরীক্ষা। এতে ২ হাজার ১৭০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিয়েছেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের আগমন উপলক্ষে শাহজাদপুর জুড়ে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। এর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা সভা করে নির্বিঘ্নে পরীক্ষা নিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন, খাবারসহ সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদক্ষেপ নেয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা করেন। এবিষয়ে বিশ^বিদ্যালয়ের উপাচার্য  ড. মো. শাহ আজম বলেন, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। বাকিগুলো সুন্দরভাবে শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button