এক বছরের জন্য সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ওমর ফারুক ডলফিনকে সভাপতি ও সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নাজমুল হাসান তুহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। অনুমোদিত আংশিক কমিটিতে ৯ জন সহ-সভাপতি, ৬ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬ জন সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। নব গঠিত কমিটির সভাপতি ওমর ফারুক ডলফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি অনুমোদনের প্রেস বিজ্ঞপ্তি পেয়েছি। আগামী এক বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।