বিনোদন

রাজশাহীতে সংগীতে ও মনিপুরী নৃত্যে ঐশী ও উষশী দুবোনের প্রথম স্থান

রাজশাহীতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় জেলা পর্যায়ে সিরাজগঞ্জের দুবোন ঐশী ও উষশী অংশগ্রহণ করে। দুবোন প্রতিযোগিতায় সংগীত ও মনিপুরী নৃত্যে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার গৌরব অর্জন করেছে।

ঐশী ও উষশী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামারপাড়া গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক উত্তম কুমার দত্তের দুকন্যা। তাদের পুরো নাম অনুরাধা দত্ত ঐশী ও ছোট মেয়ে অনামিকা দত্ত উষশী। জাতীয় পর্যায়ে দুবোনের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তাদের বাবা-মা সকলের কাছে আর্শিবাদ ও দোয়া চেয়েছেন।

এবিষয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, সিরাজগঞ্জের দুকন্যা ও আপন দুবোন অনুরাধা দত্ত ঐশী ও অনামিকা দত্ত উষশী। তারা রাজশাহী বিভাগে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সংগীত ও মনিপুরী নৃত্যে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহন সুযোগ পেয়েছে। আশা করি দুবোন এবারে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে সিরাজগঞ্জের নাম উজ্জল করবে। শিশু কর্মকর্তা এসময় প্রতিযোগিতায় অন্য সকল প্রতিযোগির সফলতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button