সদরসিরাজগঞ্জ

১০ ফেব্রুয়ারি রাবিয়ান সিরাজগঞ্জ  এর ২য় পুর্নমিলনী উৎসব

গত শুক্রবার সন্ধ্যায় রাবিয়ান সিরাজগঞ্জ এর কার্যনির্বাহী কমিটির সভা যমুনা টিভি সিরাজগঞ্জ প্রতিনিধি রাবিয়ান গোলাম মোস্তফার কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১০ ফেব্রুয়ারি শনিবার রাবিয়ান সিরাজগঞ্জ এর ২য় পুনর্মিলনী আয়োজনের তারিখ নির্দ্ধারন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাবিয়ান সিরাজগঞ্জ এর সভাপতি, সোনালী ব্যাংক এর সাবেক জিএম রনেন মন্ডল। সভা পরিচালনা করেন সিরাজগঞ্জ সরকারি কলেজ এর উপাধ্যক্ষ সুলতান আহমেদ। সভায় পুনমিলনী উৎসব উপলক্ষে প্রকাশিতব্য স্মারক সংকলনের অগ্রগতিসহ যাবতীয় অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় নির্বাহী কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত গৃহিত হয় নিবন্ধিত রাবিয়ানদের ছবিসহ, বিশ^বিদ্যালয়ে অধ্যয়নের বিভাগ,পাশের সাল, মোবাইল নাম্বার স্মারক সংকলনে ছাপানো হবে। এবিষয়ে জানানো হয় এখন পর্যন্ত যে সকল রাবিয়ান তাদের পাসপোর্টসাইজের রঙিন ছবি, অধ্যয়নের বিভাগ, পাশের সাল, ব্যবহৃত মোবাইল নাম্বার সরবরাহ করেন নাই তাদের অতিদ্রুত রাবিয়ান আসলাম হোসাইন, (০১৭১৬৭৯৩৩৮৬), আইয়ুব আলী (০১৭৫১৮৮০৮৯৩) কিংবা  মো. শাহীন রেজা ( ০১৭২৯৫১৭৩২৪ এর সঙ্গে যোগাযোগ করে ওই সকল তথ্য প্রেরণের অনুরোধ জানানো হয়। অথবা সংকলনের কাজ দ্রুত শেষ করার জন্য afmmahbub1947@gmail.com মেইলে দ্রুত ওইসব তথ্য  প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button