রায়গঞ্জ থেকে ফজলুল হক খান: রায়গঞ্জে ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত সোমবার ৩০ জানুয়ারি সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, সরকারি বেগম নূরুণ নাহার তর্কবাগীশ অনার্স কলেজের রাষ্ট বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ফজলুল হক খান, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তারিকুল আলম, রায়গঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহঃ নূরুন্নবী মিয়া প্রমুখ।
এ সময় রায়গঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম, রায়গঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং সংগঠক সহ ১৩০ জন (সহকারী শিক্ষক, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান/ সহকারী শিক্ষক) কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি এ্যাড. ইমরুল হোসেন তালুকদার তার বক্তব্যে বলেন, বর্তমান যুগে শিক্ষার্থীরা যেভাবে ডিভাইসে আসক্ত হচ্ছে সেই জায়গা থেকে বের করে তাদেরকে আরো সৃজনশীল করে গড়ে তোলার জন্য পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি খুবই উপযোগী একটি কর্মসূচি।
কর্মশালায় সমাপনী বক্তব্যে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডল তার বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘদিন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে যে সকল শিক্ষার্থী ছিটকে পড়েছে তাদের দ্রুত ফেরানো সহ শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা সভা, বির্তক প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা তৈরী ইত্যাদির আয়োজন করার পরামর্শ দেন।
এর আগে কর্মশালার সূচি অনুযায়ী টিম ম্যানেজার, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির রিসোর্স পার্সন ইজাজুল ইসলাম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম পরিচিতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।